১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৩

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাজীপুরে জিডি

নিজস্ব প্রতিবেদক:

শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তির অভিযোগ এনে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সহসভাপতি মইনুল হোসেন বাদী হয়ে এই ডায়েরি দায়ের করেন বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম সাধারণ ডায়েরির বরাত দিয়ে জানান, গত ৩ ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সহসভাপতি মইনুল হোসেন বাদী একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। ডায়েরিটি থানায় নথিভুক্ত করা হয়েছে।

এছাড়া তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণে অনুমতি চেয়ে পুলিশ সুপার কার্যালয়ে এটি পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ