২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩১

কা‌লিয়া‌কৈ‌রে মাহমুদ জিন্স লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় শ‌নিবার সকা‌লে মাহমুদ জিন্স লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় বেতন বৃদ্ধিতে বৈষম্য এবং শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কারখানার সিনিয়র ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) রফিকুল ইসলামের স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কারখানা শ্র‌মিক ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, কারখানায় প্র‌তিবছর শ্র‌মিক‌দের বেতন বৃদ্ধি করা হয় মূল বেত‌নের ৩% অথবা ৫%। এবছর প্র‌ত্যেক শ্র‌মি‌কের বেতন জনপ্রতি ১০০ থে‌কে ৩০০ টাকা বৃ‌দ্ধি ক‌রে কর্তৃপক্ষ । এ‌ নি‌য়ে গত ক‌য়েক‌দিন ধরে শ্রমিকদের ম‌ধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। প্র‌তিবাদ করায় ৪ ডি‌সেম্বর ১৩ জন শ্রমিককে অজ্ঞাত কার‌ণে ছাঁটাই ক‌রা হয়। এ‌নি‌য়ে শনিবার সকালে শ্র‌মিকরা কর্মবিরতি ঘোষণা ক‌রে কারখানার ভিত‌রে শা‌ন্তিপূর্ণ অবস্থান ক‌রে। এ ঘটনা নি‌য়ে শ্রমিক ও কর্মকর্তা‌দের ম‌ধ্যে কথা কাটাকা‌টি হয়। প‌রে সকাল সা‌ড়ে ১০টার দি‌কে শিল্পপু‌লিশ ঘটনাস্থ‌লে পৌঁছ‌ে লা‌ঠিচার্জ কর‌লে শ্র‌মিরা ক্ষিপ্ত হ‌য়ে প‌ড়ে । এক পর্যা‌য়ে শ্রমিকরা কর্মকর্তা‌দের হামলা চালায়। এতে কারখানারা দুই কর্মকর্তাসহ কমপ‌ক্ষে ১০ শ্র‌মিক আহত হয়। পরে কর্তৃপক্ষ কারখানা এক‌দি‌নের ছু‌টি ঘোষণা কর‌লে শ্র‌মিকরা বাড়ি ফি‌রে যায় । রোববার শ্রমিকরা যথারীতি কাজে যোগদান করতে আসলে বন্ধের নোটিশ দেখতে পেয়ে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।

শিল্প পু‌লিশ গাজীপুর -১ এর ও‌সি মুহাম্মদ শহীদুল্লাহ জানান, সকা‌লে শ্র‌মিকরা মহাসড়ক  অবরোধের  চেষ্টা ক‌রে । শ্র‌মিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থি‌তি শান্ত হয়। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা ক‌রে‌ছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ