আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের শুধু নিন্দা না জানিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল ছানি। শুক্রবার কাতারের রাজধানী দোহায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার সাথে আলাপে এ আহবান জানান শেখ তামিম।
কাতার আমির বলেন, জেরুজালেম ইস্যুতে শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করে দায়িত্ব শেষ করলেই হবে না। বরং কার্যকর কিছু করতে হবে। জেরুজালেম ইস্যু একটি জাতির ভাগ্য নির্ধারণী ইস্যু। এই কঠিন সময়ে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার প্রতিশ্রতি দেন তিনি। এসময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল ছানি বলেন, যুক্তরাষ্ট্রকে তার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে সম্মিলিত প্রদক্ষেপ এবং যোগাযোগ প্রয়োজন। আরব ও মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পের সিদ্ধান্ত মোকাবেলা করার উপায় বের করতে হবে। শুধু নিন্দা নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দৈনিকদেশজনতা/ আই সি