৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:১৪

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভুবনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। নিহত দুই বাংলাদেশি হলেন- আবু নাশরাফ ও এরশাদুল মিঠু। রোববার সকালে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ভুবনপাড়া সীমান্তে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ঘটনার পর বিএসএফ একটি লাশ নিয়ে যায়। উপজেলার চার আশারিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া বলেন, গতকাল রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে নাশরাফ ও মিঠু ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাঁদের পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে বিএসএফ একজনের লাশ নিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন। এ ব্যাপারে কথা বলার জন্য বিজিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ