১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১৮

মেধা বিকাশে কোচিং বাণিজ্য বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক :

মেধার বিকাশ ঘটাতে এবং শিক্ষা ও জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানিয়েছে অবিভাবক ঐক্য ফোরাম।

শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দূর করা ও আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে অবিভাবক ঐক্য ফোরাম।

ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। ১৯৭১ সালে জাতিকে ধ্বংস করার জন্য যেভাবে বুদ্ধিজীবী হত্য করা হয়েছিল, ঠিক সেই ভাবেই শিক্ষাকে ধ্বংস করার জন্য মেধাবী শিক্ষার্থীদের ধ্বংস করার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে কোচিং বাণিজ্য চালানো হচ্ছে।’

কোচিং বাণিজ্য এখন মহামারি আকার ধারণ করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘মাধ্যমিক স্তরে এটা ক্যান্সারে রূপ নিয়েছে। কোচিংয়ে অতিরিক্ত টাকা লাভের আশায় শিক্ষার্থীদের ক্লাসে ভালোভাবে পড়ানো হয় না। একই বিষয় শিখতে হলে শিক্ষার্থীদেরকে অতিরিক্ত টাকার বিনিময়ে শিখতে হয়। এতে করে অনেক ভালো শিক্ষার্থী প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’

জিয়াউল কবির বলেন, ‘শিক্ষা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মেধাবী শিক্ষার্থীদের বাঁচাতে আইন করে শিক্ষাক্ষেত্রে কোচিং ও ভর্তি বাণিজ্য পাশাপাশি যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিতে নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ করা হোক।’

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা মহান পেশায় রয়েছেন। শিক্ষার্থীদেরকে শ্রেণির পড়া শ্রেণিতেই সম্পন্ন করুন, শিক্ষা বাণিজ্য থেকে বিরত থাকুন।’

প্রাথামিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পদ্ধতির সমালোচনা করে সংগঠনটির প্রধান বলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণির যে বোর্ড পরীক্ষা নিচ্ছেন, এতে শিক্ষার্থীদের কোনো লাভ হয় না। বরং এই পরীক্ষার ফলে অনেক দরিদ্র শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা লাভের পথটাও বন্ধ হয়ে যায়। পঞ্চম ও অষ্টম শ্রেণির বোর্ড পরীক্ষা পদ্ধতি বাতিল করে আগের মতো বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৮:৪৮ অপরাহ্ণ