১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

বঙ্গবন্ধুর সংবিধানে নির্বাচন হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর সবার মতো বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। তাদের নির্বাচনে আনতে নতুন কোনো আইন করা হবে না।
আইনমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান আমাদের দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের দায়িত্বে থাকবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এর কোনো ব্যত্যয় ঘটবে না। সংবিধান মাফিক কাজ হবে।’

শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল, যারা বাংলাদেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।’

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের সব মানুষ স্বাধীন। সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। সেটা বিএনপির জন্যও সত্য। তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে বাংলাদেশের আইন মেনে তাদের নির্বাচনে আসতে হবে। তাদের জন্য নতুন আইন করে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে দলিল লেখকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত শুধু উন্নতির শিখরে উঠছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৮:৩৩ অপরাহ্ণ