নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে ক্ষমতাসীন দলের (আওয়ামী লীগ) লুটপাটের বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবদীন ফারুক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন অবশ্যই আপনাকে দিতে হবে। সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। সেই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধিনে হবে। দেশের প্রতিটি মানুষ ভোট দিতে পারবে।
জয়নাল আবদীন ফারুক বলেন, আপনি (শেখ হাসিনা) যদি মনে করেন ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আরেকটি নির্বাচন করবেন, সেটা আপনার আর সম্ভব না। জনগণ বিএনপির জনসমর্থন দেখেছে। তারা (জনগণ) মনে করে দেশে যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হয় বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তখন অক্ষরে অক্ষরে ক্ষমতাসীন দলের লুটপাটের বিচার করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কম্বোডিয়া সফর শেষে গত পরশু একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাকি পাঁচশ’ কোটি টাকার অধিক সৌদি আরবে রয়েছে। তিনি আরও একটি প্রশ্নের জবাবে বলেছেন, দেশে এমন কোনো সংকট নাই যে কারণে আগাম নির্বাচন দিতে হবে। তবে এও বলেছেন, সংসদীয় রাজনীতিতে আগাম নির্বাচনের ব্যবস্থা করা যায়। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে কোনো আগাম নির্বাচন দেয়া হবে না, দেয়া যাবে না।
আয়োজক সংগঠনের সভাপতি মো. রাসেলের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
দৈনিক দেশজনতা/এন এইচ