২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

রোগ নির্ণয়ের জন্য দরকার শুধু একটা চামচ!

নিজস্ব প্রতিবেদক:

রোগ নিয়ে অবহেলা এটা নতুন কিছু নয়। তবে অনেক সময় রোগ একদম শেষ পর্যায় যেয়ে ধরা পরে বা আমরা বুঝতে পারি। তাই এই রোগগুলো অবহেলা করতে করতেই বড় রোগ বাসা বাঁধে শরীরে। আবার সময়ের অভাবে রোগ ক্লিনিকে গিয়েও পরীক্ষা করা হয়ে ওঠে না। তবে মনে কিছু খুঁতখুঁত থেকেই যায়। তাই আপনার মনের খুঁতখুঁত দূর করার জন্য একটি ঘরোয়া পদ্ধতিতেই দেখে নিন, শরীরে রোগ আছে কি না। এই পদ্ধতিতেই পরীক্ষা করতে পারেন যে, আপনার পেট বা ফুসফুসে সমস্যা রয়েছে কি না। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে।

এই পরীক্ষার জন্য প্রয়োজন শুধু একটা চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট।

জিভের মধ্যে এবার সেই চামচটি চেপে ধরুন। দেখুন যাতে আপনার লালা চামচটিতে লাগে।

এবারে ওই চামচটা প্যাকেটে ভরুন।

প্যাকেটটি টেবিল ল্যাম্পের আলোর নীচে বা সূর্যের আলোর নীচে ১ মিনিটের জন্য রেখে দিন।

১ মিনিট পরে যদি দেখেন চামচে কোনো দাগ বা গন্ধ নেই, তা হলে বুঝবেন আপনি ভিতর থেকে সুস্থ।

যদি দুর্গন্ধ বেরোয়ে, তাহলে বুঝবেন লিভার বা ফুসফুসের সমস্যা আছে।

মিষ্টি গন্ধ বেরলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে।

ঝাঁঝালো গন্ধ বেরলে বুঝবেন কিডনির সমস্যা।

হালকা হলুদ এবং সাদা রং দেখা গেলে ধরে নিতে হবে, থাইরয়েডের সমস্যা হয়েছে।

হালকা বেগনি রংয়ের দাগ থাকলে বুঝবেন, বুকে সর্দি বসে আছে বা হাই-কোলেস্টেরল

কমলা রং বোঝায় কিডনিক সমস্যা।

চামচের এই পরীক্ষার পরে উপরে উল্লিখিত কোনো গন্ধ বা রং দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্য সূত্র: ebela

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ