২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৩

চট্টগ্রামে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ আট পাচারকারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে ৫ হাজার ৮৫০ ইয়াবা ও ১১৫ লিটার পাহাড়ি মদ জব্দ করা হয়। গ্রেপ্তারদের নগরীর চান্দগাঁও, বাকলিয়া ও কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। প্রতিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, গোপন সংবাদে শুক্রবার রাত ১১টায় নগরীর কেতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে ২ হাজার ৩৫০ ইয়াবাসহ আবুল হাশেম ও আতাউল্লাহ নামে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

রাত ১২টার দিকে পৃথক অভিযানে ফিরিঙ্গ বাজার ঘাট এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. ফিরোজ ও জাহাঙ্গির আলম। এরা চারজনই কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে চট্টগ্রাম মহানগরীতে আসেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।

এছাড়া শনিবার ভোর ৫টার দিকে নগরীর বাকলিয়া থানার বশরুজ্জামান চত্বর থেকে ২৫০০ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- রশিদা বেগম ও মো. শফিক। এরা দুজনই রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযানে নগরীর চান্দগাঁও থানার কুয়াইশ বুড়িশ্চর এলাকায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা থেকে আসা একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১১৫ লিটার পাহাড়ি চোলাই মদ জব্দ করা হয়।

মদ পাচারে জড়িত মো. হাশেম ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো টিম। এদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান অধিদপ্তরের মেট্টো টিমের পরিদর্শক হাসানুজ্জামান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৯, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ