নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসেছেন। গতকালই আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সবকিছু শেষ করতে তার বাংলাদেশে আসা।
তবে এসেই হাথুরুসিংহে বোর্ডের পরিচালক সভাপতি ছাড়াও জাতীয় দলের তিন অধিনায়কের সঙ্গে বৈঠক করছেন। এরই মধ্যে রাজধানীর রেডিসন হোটেলে এসেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মতুর্জা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
এছাড়াও পরিচালকদের মধ্যে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সদ্য বিদায়ী কোচের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন।
এ বৈঠকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে থেকে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেয়ার কারণ সহ নানা বিষয়ে কথা বলবেন হাথুরুসিংহে।
প্রসঙ্গত, গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র দেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২০১৪’র মে’ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন এ লঙ্কান কোচ।
দৈনিক দেশজনতা /এমএইচ