৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪২

ইবির ভর্তি পরীক্ষায় ২ ঢাবি শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই প্রক্সিবাজকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত দুই শিক্ষার্থীর নাম কাজী ফেরদৌস হাসান জয় এবং সাব্বির রহমান। শুক্রবার সকাল ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ফেরদৌস হাসান জয় নাটোরের জিউ পাড়ার ফিরোজ আহমেদের ছেলে। সে দেবাশীষ সরকার নামের এক শিক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়াও যশোর জেলার বাঘার পাড়ার বাবর আলীর ছেলে সাব্বির রহমান যশোর এম.এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। সে তন্ময় রহমান নামের এক শিক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে এসেছিল বলে জানা গেছে।

জানা যায়, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে কাজী ফেরদৌস হাসান জয় ও সাব্বির রহমান বদলি পরীক্ষা দিতে আসে। চেহারার সাথে প্রবেশ পত্রের ছবির মিল না থাকায় ভবনের প্রধান ফটকে দায়িত্বরত সহযোগী অধ্যাপক ড. রশিদুজ্জামান ও সহকারী অধ্যাপক এম.এম নাসিমুজ্জামান তাদের সন্দেহ করেন। পরে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের কাছে হস্তান্তর করেন। প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান তাদের জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালতে প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৩ ধারা অনুযায়ী কাজী ফেরদৌস হাসান জয় ও সাব্বির রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল এ রায় দেন।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘অপরাধ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ ‘দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।’

দৈনিক দেশজনতা/এন আর  

প্রকাশ :ডিসেম্বর ৮, ২০১৭ ৫:৪৫ অপরাহ্ণ