নিজস্ব প্রতিবেদক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই প্রক্সিবাজকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃত দুই শিক্ষার্থীর নাম কাজী ফেরদৌস হাসান জয় এবং সাব্বির রহমান। শুক্রবার সকাল ৯টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী ফেরদৌস হাসান জয় নাটোরের জিউ পাড়ার ফিরোজ আহমেদের ছেলে। সে দেবাশীষ সরকার নামের এক শিক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়াও যশোর জেলার বাঘার পাড়ার বাবর আলীর ছেলে সাব্বির রহমান যশোর এম.এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। সে তন্ময় রহমান নামের এক শিক্ষার্থীর বদলি পরীক্ষা দিতে এসেছিল বলে জানা গেছে।
প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘অপরাধ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ ‘দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।’
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

