ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৯মে)
ত্রিদেশীয় সিরিজের আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সফলতা পায় বাংলাদেশ। ওপেনার পল স্টারলিংয়ে হারিয়ে শুরুতেই হোঁচট খায় আয়ারল্যান্ড। দ্বিতীয় উইকেটে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড ও এড জয়সে মিলে দারুণ জুটি গড়ে স্বাগতিকদের বিপদমুক্ত করেন। তবে মোসাদ্দেক হোসেন বোলিংয়ে এসেই পোর্টারফিল্ডকে আউট করে বাংলাদেশকে শিবিরকে ফের আনন্দে ভাসান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮.০ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। এড জয়সে ৯ ও অ্যান্ড্রু ব্যালব্রিন ১২ রান নিয়ে আউট হয় ।
দৈনিক দেশজনতা/এন আর/সময়:১৬:৫০
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

