আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রথম ধাপ অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তারা রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে মিয়ানমারের বিরুদ্ধে। বুধবার এ সংক্রান্ত একটি প্রস্তাব দেশটির প্রতিনিধি পরিষদে দুই-তৃতীয়াংশ কণ্ঠ ভোটে পাশ হয়েছে।
মিয়ানমারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে এটিকে প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। এটি কার্যকর করা হলে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে আমেরিকা।
ক্ষমতাসীন রিপাবলিকান দলের রাজনীতিবিদ ও দেশটির পররাষ্ট্র বিষয়ক চেয়ারম্যান এড রয়েচ বলেছেন, ‘এটি নৈতিক ও একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু। বিশ্বের এই প্রান্তে চরমপন্থা ও অস্থিরতার মতো ঘটনায় কেউ নিরাপদ নয়। ‘ সূত্র : ভয়েস অব আমেরিকা
দৈনিকদেশজনতা/ আই সি