১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

সাদিয়া হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২১) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সমনের সড়কে এ মানববন্ধন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীর অধক্ষ ডা. মো. নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, শিক্ষক ডা. জাফর হোসেন ও ডা. ফরিদউদ্দিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষর্থী-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় তারা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২২ নভেম্বর বরিশাল নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা আলমগীর খানের মেয়ে সাদিয়া আক্তার বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশে রওয়ানা হয়ে আর বাসায় ফেরেনি। এরপর ওদিনই বরিশাল কোতোয়ালী মডেল থানায় জিডি করেন তার বাবা আলমগীর খান। পরে সোমবার সকালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে মো. সিরাজ (২৪) এবং মো. হাফিজ আকন (১৫) নামের দুজনকে আটক করে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করে, শিক্ষার্থী সাদিয়ার সাথে মোবাইলে প্রেমের অভিনয় করার কথা। এরপর বাগেরহাটের শ্মরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের আ. রব হাওলাদারের ছেলে নাজমুল ইসলাম নয়নের (৩০) সহায়তায় সাদিয়াকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া এলাকার ডেকে নিয়ে তিন জন ধর্ষণ করে। এ সময় সাদিয়া চিৎকার করলে গলা টিপে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাদিয়ার লাশের সন্ধান পাওয়া যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ