নিজস্ব প্রতিবেদক:
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোলে বিদেশি পর্যটকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে সুন্দরবন বিভাগ।বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বুধবার সাড়ে ১০টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
কিন্তু ৫ ডিসেম্বর(মঙ্গলবার) দুপুরে ওই বিদেশি পর্যটকরা লঞ্চে বসে ড্রোন ব্যবহার করলে তা বনবিভাগের দায়িত্বরত কর্মীদের দৃষ্টিতে আসে এবং সেটিকে(ড্রোন) জব্দ করা হয়।
এক প্রশ্নের জবাবে ডিএফও জানান, ড্রোনটা বনবিভাগের কাছে রেখেই ১২ নাগরিক সুন্দরবন ছেড়ে আজ (বুধবার) সকালে চলে গেছেন। এখন ওই বিদেশি পর্যটকরা বাংলাদেশে প্রবেশের সময় ড্রোন বহনের কোনো ঘোষণা দিয়েছিল কিনা? এবং ড্রোন উড়িয়ে কী কী দৃশ্য ধারণ করেছে তা খতিয়ে দেখা হবে। পরে সরকারের ঊর্ধ্বতন মহল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান বনবিভাগের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, সুন্দরবনে ড্রোন দিয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য দেখা ও ছবি ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
দৈনিক দেশজনতা/এন এইচ