১৬ই জানুয়ারি, ২০২৬ ইং | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৫

চট্টগ্রামে ৪৭০০ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে তরুণীর পায়ে ইয়াবার প্যাকেট বেঁধে অভিনব কায়দায় পাচারের সময় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ৪৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে ট্রেনে করে ঢাকা হয়ে তিনজনের গোপালগঞ্জ যাবার কথা ছিল। আনোয়ারা এসেছিলেন তাদের ইয়াবাগুলো বুঝিয়ে দিতে। গোপন সংবাদের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়।

প্রকাশ :ডিসেম্বর ৬, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ