১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০৫

তৃতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় হুমকি উত্তর কোরিয়া

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

উত্তর কোরিয়াই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি বলে সম্প্রতি জানালেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার। তবে উত্তর কোরিয়াকে রুখার ক্ষেত্রে সামরিক সংঘাতকেই একমাত্র পথ বলে মানতে নারাজ তিনি। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া- যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে।

উত্তর কোরিয়া যদিও কোন রকম আলোচনাতে যেতে চাইছে না। গত বুধবার কিম আরো একটি পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড তাদের হাতের নাগালে বলে আবারও হুমকি দিয়েছে পিয়ংইয়ং। কিমের দাবি, যুক্তরাষ্ট্রই পরমাণু যুদ্ধ বাধাতে চাইছে। কোরীয় উপদ্বীপে ‘পারমাণবিক জুয়া’ খেলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের পাঁচ দিনের যুদ্ধ-মহড়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বার্ষিক মহড়া হিসেবে এর নাম দেওয়া হয়েছে ভিজিল্যান্ট এস। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধের জন্য তৈরি তাদের এফ-২২ যুদ্ধবিমান। মহড়ায় যোগ দিয়েছে এফ-৩৫ যুদ্ধবিমান ও প্রায় ১২ হাজার সেনা।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ