১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

রাজধানীতে জেএমবির এক সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নূর আজম সিদ্দিক ওরফে ইয়াছির (৩৮) নামে এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও জিহাদী লিফলেট জব্দ করা হয়েছে বলে জানা যায়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবুজবাগ এলাকায় নূর আজম গোপনে জেএমবির সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। সে ঢাকাসহ সারাদেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ