২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৮

দামেস্কে ফের ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছের জামারা এলাকাসহ একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইসব অস্ত্র গুদামে সিরিয়া ও তার মিত্র বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে। ’তবে হামলার সঠিক লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা দামেস্কে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম বলছে, ‘তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ’ এদিকে ইসরায়েলও বিমান হামলার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সিরিয়া বিমান বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। এ নিয়ে দ্বিতীয়বার দামেস্কে হামলা চালাল তারা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ২:৩৭ অপরাহ্ণ