২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৮

ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে তিন স্বাধীনতাকামী নিহত

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: 

ভারতের কাশ্মিরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অমরনাথ তীর্থ যাত্রীদের ওপর হামলার ঘটনায় জড়িত লস্কর-ই-তায়েবার তিন স্বাধীনতাকামী নিহত হয়েছেন। একজন ওই এলাকা থেকে তখন পালিয়ে গেলেও, তাকে পরে অনন্তনাগের মেটার্নিটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। গুলিতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার কাশ্মির পুলিশ জানায়, গতকাল সোমবার বিকালে শ্রীনগর জাতীয় সড়কের ওপর কাজিগুন্দ এলাকায় শ্রীনগরগামী সেনাবাহিনীর কনভয়কে লক্ষ্য করে স্বাধীনতাকামীরা এলোপাথারি গুলি চালাতে শুরু করলে এনকাউন্টার শুরু হয়। স্বাধীনতাকামীদের খোঁজে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেললে গুলি চালাতে শুরু করে স্বাধীনতাকামীরা। গত রাতে দুটো পর্যন্ত এনকাউন্টার চলে। মৃত স্বাধীনতাকামীদের শনাক্ত করে পুলিশ জানিয়েছে, ইয়াওয়ার বসির নামে মৃত একজন স্থানীয় বাসিন্দা ছিল। আর আবু ফুরকান ও আবু মাভিয়া ছিল পাকিস্তানীস্বাধীনতাকামী।

এক পুলিশকর্মীর অস্ত্র ছিনতাই করে গত ফেব্রুয়ারিতে লস্কর-ই-তায়েবার সঙ্গে যোগ দেয় বসির। আর আবু ইসমাইলের মৃত্যুর পর দক্ষিণ কাশ্মিরে লস্করের মাথা ছিল ফুরকান। চলতি বছর জুলাই মাসে অমরনাথ যাত্রীদের ওপর হামলায় জড়িত ছিল এই তিনজন। ওই হামলার ঘটনায় মৃত্যু হয়েছিল ৮ পূণ্যার্থীর। আহত হন ১৯ জন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ