স্পোর্টস ডেস্ক:
দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে সুপার ফোর নিশ্চিত করা দল দুটির নাম- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। লিগ পর্ব প্রায় শেষের দিকে। সেরা চারের লড়াই শুরুর আগে বাকী মাত্র চার ম্যাচ। যার একটিতে মঙ্গলবার দুপুরে মুখোমুখি হতে যাচ্ছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ১টায় শুরু হবে ম্যাচটি।
তবে সেরা চারের বাকী তিন দল ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্সের মধ্যে লড়াই এখন দুই নম্বর স্থানটির জন্য। দুইয়ে থাকার সবচেয়ে বড় সুবিধা, ফাইনালে উঠার লড়াইয়ে একবার হেরে গেলেও সুযোগ থাকবে। কোয়ালিফাইং ম্যাচে জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। হারা দল খেলবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সঙ্গে। তাই দুই নম্বর নিশ্চিত করতে কে না চাইবে।
এই দুইয়ে থাকার লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে ডাকা ডায়নামাইটস। ১১ ম্যাচে ৬ জয় আর ৪ হারে ১৩ পয়েন্ট তাদের। ১ ম্যাচ তাদের বৃষ্টিতে ভেসে যায়। বুধবার রংপুরের বিপক্ষে জয় পেলেই দুই নম্বর নিশ্চিত হবে তাদের। তবে হেরে গেলে সুযোগ থাকবে খুলনা ও রংপুরের। আর সেই সুযোগ গ্রহণ করতে হলে মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে জয় পেতে হবে খুলনাকে। এরপর ঢাকার হার কামনায় চেয়ে থাকতে হবে। ঢাকার মতোই সমান ম্যাচে সমান পয়েন্ট খুলনার। ১১ ম্যাচে ৬ জয়, ৪ হার ও বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মোট ১৩ পয়েন্ট।
সেরা দুইয়ে থাকার সুযোগটা নিতে খুলনা তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তবে কুমিল্লা এবার দুরন্ত একটি দল। দেখার বিষয় তাই খুলনার বিপক্ষে ম্যাচটি তাদের কেমন হয়।
দৈনিক দেশজনতা/এন এইচ