১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

মার্কেট সিস্টেমের সঙ্গে যুক্ত করতে হবে ক্ষুদ্র উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেদক:

ক্ষুদ্র উদ্যোক্তাদের মার্কেট সিস্টেমের সঙ্গে টেকসইভাবে সংযুক্তকরণের গুরুত্ব অপরিসীম। দেশের বিদ্যমান উদ্যোগ বিকাশ সহায়ক নীতিসমূহের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ বিকাশে এটি ব্যাপক ভুমিকা রাখবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এডজ কনসালটিং লিমিটেডের যৌথ উদ্যোগে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। সোমবার পিকেএসএফ ভবন এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পিকেএসএফের পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

 পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি দেশি-বিদেশি উন্নয়ন প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে হেলভিটাস ভিয়েতনাম কর্তৃক বাস্তবায়নাধীন ভ্যালু চেইন কর্মকাণ্ড সম্প্রসারণে আঞ্চলিক প্রশিক্ষণ নেটওয়ার্ক শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশে ভ্যালু চেইন ও মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে নীতি কাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় নির্ধারণে পরিচালিত একটি সমীক্ষা প্রতিবেদনের ওপর এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এডজ কনসালটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম সমীক্ষা প্রতিবেদনের ওপর উপস্থাপনা প্রদান করেন। পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) মো. ফজলুল কাদের কর্মশালার মুক্ত আলোচনা পর্ব সঞ্চালন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র উদ্যোগ বিকাশের ক্ষেত্রে ভ্যালু চেইন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের মার্কেট সিস্টেমের সঙ্গে টেকসইভাবে সংযুক্তকরণের গুরুত্ব তুলে ধরতে হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৭ ৯:২৭ পূর্বাহ্ণ