২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

মহাসড়কে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ২১ জনকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।সোমবার (৪ ডিসেম্বর) দিনভর এই অভিযান পরিচালিত হয়। হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, হাইওয়ে পুলিশ সোমবার কুমিল্লা রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫০০ পিস ইয়াবা, ৬৮ কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার, একটি বাস, একটি অটোরিক্সাসহ ১৩ আসামিকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি আট লাখ টাকা।

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি গাঁজা, ৩০ লিটার চোলাই মদ, একটি প্রাইভেটকার, একটি পিকআপ, একটি লেগুনাসহ তিন আসামিকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২০৬ বোতল ফেন্সিডিল, ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে। এসময় চার আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬৯ লিটার চোলাই মদ উদ্ধার করে এবং একজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৭:৫০ অপরাহ্ণ