১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রতিবন্ধীরা এগিয়ে যাচ্ছেন: ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, সার্বক্ষণিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রতিবন্ধীরা সামনে এগিয়ে যাচ্ছেন, আসলে তারাই সবচেয়ে বেশি সক্ষম মানুষ।
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিইউপিডিএফ)-এর উদ্যোগে আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবুর রহমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিক উল আজম এবং কেন্দ্রীয় পিডিএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি মিজানুর রহমান কিরণ। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, ‘এই মানুষগুলোর কাজে সহযোগিতা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে ভাল মানুষের কাজ’।
এ উপলক্ষে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রতিবন্ধিতা’ প্রতিপাদ্য নিয়ে মূল আলোচনায় প্রধান আলোচক ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। আরও বক্তব্য রাখেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, উইমেন উইথ ডিজএ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৭:০৪ অপরাহ্ণ