২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫০

বিচার বিভাগকে প্রকল্প বানিয়েছে সরকার: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবৈধ সরকারের সর্বশেষ বাধার জায়গা ছিল বিচার বিভাগ। সেটা বুঝতে পেরে সরকার বিচার বিভাগকে একটা প্রকল্প হিসেবে নিয়েছে। প্রকল্পটা হচ্ছে পুরো বিচার বিভাগকে তাদের নিয়ন্ত্রণে নিতে হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

বেগম জিয়া ও সাবেক বিচারপতি এস কে সিনহার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং এস কে সিনহার বিদায়, এর মধ্যে একটা সম্পর্ক আছে। এটা একটি পরিকল্পিত বিষয়। প্রধান বিচারপতি দেশে ন্যায়বিচার ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য কাজ করছিলেন।

তিনি আরও বলেন, এস কে সিনহা বিচার বিভাগের স্বাধীনতার জন্য, অনির্বাচিত সরকারের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়, এটা দেশের আইনের শাসন থাকবে নাকি শাসকের আইন থাকবে এটা পরিষ্কার করার জন্য। যে কারণে প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। পদত্যাগ করতে হয়েছে।

তিনি আরও বলেন, এ অবস্থার পিছনে যে চিন্তা ছিল তার শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। এসব পরিকল্পনার পিছনে উদ্দেশ্য ছিল খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করবে, নির্বাচনে বাধাগ্রস্ত করে নির্বাচনী ফসল তারা ঘরে তুলে নিয়ে যাবে। একটা বৃহত্তর পরিকল্পনা করে তারা এগুলো করছে। কিন্তু আমরাও পরিষ্কার করে বলতে চাই এভাবে ফসল ঘরে তোলার কোনো সুযোগ নাই। ফসলতো তুলতেই পারবেন না, বরং এটার জন্য অনেক বড় মূল্য দিয়ে আপনাদের (আওয়ামী লীগ) বিদায় নিতে হবে। আমরা চাই না সেভাবে আপনারা বিদায় হন। আপনারা রাজনীতিতে থাকুন। এজন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন।’

আয়োজক সংগঠনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, জিনাপের সভাপতি মিয়া মোহাম্মাদ আনোয়ার প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৬:০৬ অপরাহ্ণ