২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:১০

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার বিষয়ে হাইকোর্টে রুল

নিজস্ব প্রতিবেদক:

জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি গ্রহণ করে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল দেন।

রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের প্রতি এ রুল জারি করেন। ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. বশির আহমেদ। ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণা করার রুল চাওয়া হয়েছিল রিট আবেদনে।

আদেশ পাওয়ার পর আইনজীবী বশির আহমেদ বলেন, ‘জয় বাংলা’ কোনও দলের স্লোগান নয়। এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান। এই স্লোগানকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না- এই মর্মে আমরা রিট করেছিলাম। আদালত শুনানি শেষে রুল দিয়েছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ