নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে একটি পাজেরো গাড়ি এবং ১১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি ব্রিজ সড়কের শ্রীরামপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- পাজেরো গাড়ীর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) ও চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০)। সোমবার বেলা ১১টায় প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন।
নওগাঁ ডিবি পুলিশের ওসি আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশ অনুযায়ী শ্রীরামপুর ব্রিজের উপর তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। গাঁজা বহনকারী পাঁজেরো গাড়িটি সেখানে পৌঁছালে সামনে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগুতে চাইলে শর্টগানের পর পর দুই রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এক পর্যায়ে গাড়িটি পেছন দিকে যাওয়ার চেষ্টা করে। এক সময় তাদের আটক করতে সক্ষম হয়। ডিবি পুলিশ তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ১২ কেজি ওজনের ৯টি এবং ২ কেজি ওজনের ১টি গাঁজার প্যাকেট উদ্ধার করে।
তিনি আরো জানান, আটক ১১০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং আটক পাঁজেরো গাড়িটির মূল্য ১৫ লাখ টাকা। এ ব্যপারে বদলগাছি থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
দৈনিক দেশজনতা /এমএইচ