১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৭

ময়মনসিংহে ৫ মাদক বিক্রেতাকে কারাগারে পাঠাইছে আদালত

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকায় ১৪৫ ইয়াবাসহ একজন এবং ভালুকায় আরো চারজনসহ গ্রেপ্তার পাঁচজন মাদক বিক্রেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ জানান, রবিবার ভোরে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে একজন পরোয়ানাভুক্ত আসামি এবং চারজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে মামলার পর ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

গফরগাঁও থানার এসআই সাইফুল ইসলাম জানান, গফরগাঁও উপজেলার ৮নং ঘাগরা স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ ইয়াবাসহ উথুরির বাসিন্দা বাবুল মীর্জা নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হয় ।

পুলিশ কর্মকর্তারা বলেন, গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের হাকিম।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ৮:৩১ অপরাহ্ণ