নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ভণ্ড কবিরাজ নাজমুল হুদাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টায় মহানগরীর দড়িখরবোনা এলাকার নিজের বাড়িতে তাকে আটকে রাখা হয়। পরে বোয়ালিয়া থানা পুলিশ এলে তাদের হাতে নাজমুল হুদাকে তুলে দেন সংসদ সদস্য।
ভুক্তভোগীদের বরাত দিয়ে এমপি আয়েন উদ্দিন সাংবাদিকদের জানান, ভুক্তভোগী এক নারীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে ওই কবিজারকে আমার বাসায় ডেকে পাঠানো হয়। তিনি এলে সব বিষয় শুনে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
কথিত আছে, কবিরাজ নাজমুল হুদা মোবাইলে ‘ফু’ দিয়ে নারীদের অসুখ ভালো করেন। আবার রোগীর জটিল সমস্যা হলে বাড়িতে গিয়েও সেবা দিয়ে আসেন। এর বিনিময়ে তিনি হাতিয়ে নিয়েছেন মোটা অংকের অর্থ। আবার কবিরাজ নাজমুল না পারলে তার অন্য সহাযোগীদের পাঠান রোগী দেখতে।
ভুক্তভোগী কাজী হাজেরা ইসলামের মা সুলতানা রাজিয়া সাংবাদিকদের বলেন, তার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় চিকৎসা দিতে আসতেন কবিরাজ নাজমুল হুদা। বোবা, প্যারালাইস্ট, অন্ধ, গায়ে জিন তুলে দেওয়া ইত্যাদি কাজ করতেন তিনি। ১৪ মাস ধরে তিনি মেয়েকে চিকিৎসা দিচ্ছেন। এতে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্ত তার মেয়ে সুস্থ হয়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ