আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিবেদনে ভুল তথ্য পরিবেশন করায় এক সিনিয়র সাংবাদিককে বরখাস্ত করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম এবিসি নিউজ। তার নাম ব্রেইন রস। তিনি প্রতিষ্ঠানটির প্রধান অনুসন্ধানী প্রতিবেদক। মার্কিন সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সম্পর্কে ভুল তথ্য দেন তিনি। তার এ প্রতিবেদনের কারণে মার্কিন স্টক একচেঞ্জের ইনডেক্স পড়ে যায়।
এবিসি নিউজ এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল আমরা যে গুরুতর ভুল করেছি তার জন্য গভীরভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। কয়েক ঘণ্টা ধরে আমাদের ওই তথ্য প্রকাশ হয়েছে এবং পরে ভুল বুঝতে পেরে আমরা টেলিভিশন ও অনলাইনে তা সংশোধন করেছি।’ ওয়াল্ট ডিজনির মালিকানাধীন গণমাধ্যম এবিসির ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ব্রেইন রসকে চার সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। এই সময়ের কোনো অর্থ তিনি পাবেন না।’
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন সংক্রান্ত যে মিথ্যা তথ্য ফ্লিন এফবিআইকে দিয়েছিলেন তা বৃহস্পতিবার প্রমাণ হয়। ফ্লিন মিথ্যা তথ্য দেওয়ার কথা স্বীকার করেন এবং এ ব্যাপারে এফবিআইকে সহযোগিতারও আশ্বাস দেন। কিন্তু এ ঘটনার পরপরই এবিসি নিউজের খবরে বলা হয়, নির্বাচনের আগে ট্রাম্প ফ্লিনকে যে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছেন সে ব্যাপারে সাক্ষ্য দিতে প্রস্তুত তিনি (ফ্লিন)। আর প্রতিবেদনের এই তথ্য দেন ব্রেইন রস। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন ওয়াল স্ট্রিটের ইনডেক্স এক শতাংশের বেশি পড়ে যায়।
দৈনিকদেশজনতা/ আই সি