২৮শে জানুয়ারি, ২০২৫ ইং | ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৬

কাকরাইলে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম আছিয়া বেগম। আজ রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে। নিহত আছিয়া বেগমের ছেলে ইরশাদ বলেন, ভোর পাঁচটার সময় আমার মা একটি সিএনজি যোগে সাভারের আমিনবাজার থেকে কমলাপুর রেলস্টেশনে আসছিলেন। সিএনজিটি কাকরাইল মোড়ে আসা মাত্র বিপরীত দিকে থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে সিএনজিটি উল্টে আমার মা গুরুতর আহত হয় । পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ভোর ছয়টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর সিএনজিচালক ও বাসচালক উভয়ই পালিয়ে গেছে বলে জানান ইরশাদ। নিহত আছিয়া বেগম তার একমাত্র ছেলে ইরশাদের সঙ্গে সাভারের আমিনবাজারে থাকতেন। তিনি শেরপুর জেলার নকলা থানার চরমোজা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ