২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৩৮

মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দরগাবাড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে মাদবর মার্কেটের ৭টি ব্যবসা প্রতিষ্ঠান। শনিবার ভোর ৫টার দিকে অটো রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গ্যারেজের পাশে থাকা ওয়ার্কশপ, ওষুধের দোকান, রড সিমেন্টের দোকান ও হার্ডওয়্যারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিভাতে ব্যার্থ হলে পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রন আনে। গ্যারেজের অটো রিকশার ব্যাটারী বিস্ফোরণ ঘটে আগুন লাগে বলে মার্কেট কর্তৃপক্ষ জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ৪:০৩ অপরাহ্ণ