১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করবেন দলের চেয়ারপারসন ও মা খালেদা জিয়া। আজ শনিবার রাত ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজণৈতিক কার্যালয়ে ‘তারেক রহমান ও বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। বইটি লিখেছেন সাংবাদিক মাহবুবুর রহমান।

মোড়ক উন্মোচনে খালেদা জিয়ার সঙ্গে দলের সিনিয়র নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

এ ছাড়া তারেক রহমানকে নিয়ে লেখা আরও দুই বইয়ের মোড়ক উন্মোচন করবেন খালেদা জিয়া। বিষয়টি জানিয়েছেন চেয়ারপারসেনের প্রেস উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান। তবে বই দুটির নাম কী এবং এর লেখক কে তা তিনি জানাতে পারেননি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ