১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

আনিসুল হক কর্মবীর ছিলেন: বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হককে কর্মবীর বলে আখ্যায়িত করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেছেন, আনিসুল হকের হঠাৎ চলে যাওয়াতে আমি দুঃখিত এবং মর্মাহত হয়েছি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার পরিচয় ছিল। তিনি একজন কর্মবীর মানুষ ছিলেন। অল্প সময়ে অনেক কাজ করতে পারতেন। তিনি ছিলেন একজন সফল উপস্থাপক এবং মানুষের সমস্যা নিয়ে ভাবতেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর অনেক বাস্তবমুখি পদক্ষেপ নিয়েছিলেন। সে সব দ্রুত কার্যকর করেছেন। তিনি আনিসুল হকের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর বেদনা জ্ঞাপন করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ২:১৯ অপরাহ্ণ