১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

রংপুরের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে দ্বিতীয় দফায় ঢাকা পর্বের খেলা শুরু হয়েছে। শনিবার দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিগ পর্বে নিজেদের দশম ম্যাচ খেলতে নেমেছে কুমিল্লা। এখন পর্যন্ত ৯ খেলায় ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে তামিমের দল। অপরদিকে, ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। এখনো শেষ চার নিশ্চিত হয়নি মাশরাফির রংপুরের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, মেহেদি হাসান, লিটন কুমার, মোহাম্মদ সাইফউদ্দিন, জশ বাটলার, মারলন স্যামুয়েলস, মুজিব উর রহমান, শোয়েব মালিক ও হাসান আলী।
রংপুর রাইডার্স একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, নাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, চামারা কাপুগেদেরা ও ইসুরু উদানা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ