১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

হন্ডুরাসে জরুরি অবস্থা জারি

নিজস্ব প্রতিবেদক:

হন্ডুরাসের নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে সরকার শুক্রবার রাতে জুরুরি অবস্থা জারি করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির দাবিকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিতে এই জরুরি অবস্থা জারি করা হলো।
সরকারি সমন্বয়ক জর্জ রামোন হার্নানদেজ আলসেরো জানান, প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো হার্নানদেজ এ ফরমানের অনুমোদন দেন। এর আওতায় ১০ দিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজনের অবাধে চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওর্লান্দো হার্নানদেজ পুনঃনির্বাচনের প্রচেষ্টা চালাচ্ছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১:৪৮ অপরাহ্ণ