১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

যুক্তরাষ্ট্রের ৫ শহরে ‘হালদা’

বিনোদন ডেস্ক:

শুক্রবার সারাদেশের ৮২ হলে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’। এবার প্রদর্শিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে সিনেমাটির পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো। প্রতিষ্ঠানটি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ৫টি শহরে ৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘হালদা’। শহরগুলো হলো নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ডালাস, ফ্লোরিডা ও ভার্জিনিয়া। সেখানে রিগ্যাল ও সিনেমার্ক মাল্টিপ্লেক্সে দর্শকরা দেখতে পাবেন ‘হালদা’। আরো জানানো হয়, ধারাবাহিকভাবে উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ২০টি মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে।

‘হালদা’র প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। অন্যান্য চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, রুনা খান, মোমেনা চৌধুরী ও শাহেদ আলী সুজন। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী ও এর দুই পাড়ের মানুষদের জীবনের গল্প আবর্তিত হয়েছে ছবিটি। এতে নদী ও নারীর গল্প তুলে ধরা হয়েছে। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’র চিত্রনাট্য লেখেছেন পরিচালক তৌকীর আহমেদ নিজেই। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১০:৫০ পূর্বাহ্ণ