১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

সিআইএ’র সাবেক কর্মকর্তাকে গ্রেফতারে খুঁজছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের ব্যর্থ গণঅভ্যুত্থানের পেছনে ইন্ধন ছিল এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা গ্র্যাহাম ফুলারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের প্রধান চিফ প্রসিকিউটর। ফুলারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুর্কি মুসলমানদের ধর্ম গুরু হিসেবে পরিচিত ফতুল্লা গুলেনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ এনেছে তুরস্কের চিফ প্রসিকিউটর। গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে ফতুল্লা গুলেনের হাত রয়েছে বলে তুরস্ক প্রথম থেকেই অভিযোগ করে আসছে। তবে, গুলেন এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সিআইএ’র সাবেক কর্মকর্তা ফুলারের বিরুদ্ধে তুরস্কের সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন ভাবে চেষ্টা করছে বলেও অভিযোগ এনেছে দেশটি।
এসব ঘটনার ফলে সাম্প্রতিক সময়ে মার্কিন-তুর্কি সম্পর্কের অবনতি ঘটছে। ২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর ফতুল্লা গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে ৫০ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে সরকারি ও প্রাইভেট সেক্টর থেকে ১ লাখ ৫০ হাজার লোককে চাকরি থেকে পদচ্যুত ও বহিষ্কার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২, ২০১৭ ১০:৩৪ পূর্বাহ্ণ