নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর মহানগরের নাওজোর ত্রিমোড় এলাকা থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব ১’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রফিক উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে র্যাব-১ এর সদস্যরা গাজীপুরের নাওজোর ত্রিমোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে।’
পরে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাদের জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

