১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

মেয়র আনিসুল হকের মৃত্যুতে বেগম খালেদা জিয়ার শোক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আমেয়র নিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান জানান, গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। এ সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন স্ত্রী, পুত্র ও কন্যারা।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আনিসুল হকের মরদেহ বাংলাদেশে আনা হবে। আসরের নামাজের পর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ