২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২০

আওয়ামী শাসন দীর্ঘায়িত করতেই মিথ্যা মামলা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭)

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেফতারের মাধ্যমে নির্যাতন নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষ্য হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। আর সেটিরই আরো একটি নিষ্ঠুর বহি:প্রকাশ ঘটলো বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে।

মির্জা ফখরুল অবিলম্বে বুলুর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের মামলা প্রত্যাহার এবং তার শর্তহীন মুক্তির জোর দাবি জানান।

অপর এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের জয়নুল আবদীন ফারুক, যুগ্মমহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বরকত উল্লাহ বুলুর বিরুদ্ধে দায়েরকৃত ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

দৈনিক দেশজনতা/এমএম

সময়- ২১:১৮

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৯:১৮ অপরাহ্ণ