নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭)
রাজধানীর নিউ মার্কেটে আমিন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযানের পর অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বিকালে এ ধর্মঘট ডাকা হয় বলে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগরওয়ালা। দেশজুড়ে প্রতিটি জুয়েলারি শোরুম বা দোকানে এই ধর্মঘট কার্যকর হবে।
তিনি বলেন, ব্যবসার খাতাপত্রসহ নিউ মার্কেটের আমিন জুয়েলার্সের ব্যবস্থাপককে ধরে নিয়ে গেছে শুল্ক গোয়েন্দারা। বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জুয়েলারিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
তিনি বলেন, আমাদের মিটিং চলছে। সমিতির সিদ্ধান্তে ধর্মঘট ডাকা হয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম
সময়- ২০:৪৪
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

