১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৫

আবারো অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আল-আমিন

স্পোর্টস ডেস্ক:

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে পড়েছিলেন পেসার আল-আমিন হোসেন। সেবার দুই দফা পরীক্ষা দিয়ে ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তিন বছর বাদে আবারও সেই অভিযোগের মুখে ডানহাতি এই পেসার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে।

চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনা হয়েছে। গত ২৮ নভেম্বর খুলনা টাইটান্সের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারের যে বলে তিনি আরিফুল হকের উইকেট নিয়েছিলেন আম্পায়াররা সেই ডেলিভারিটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানিয়েছেন, খুলনা টাইটান্সের বিপক্ষে আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেছেন আম্পায়াররা। এরই মধ্যে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে তাকে রিপোর্ট করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু তার আগে তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ