১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

মাইক্রোবাসে মিলল জবাই করা মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে মাইক্রোবাসের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পটিয়া থানার এসআই আমিনুল বলেন, ‘পটিয়া পৌর এলাকায় গাড়ির স্ট্যান্ডে কে বা কারা একটি মাইক্রোবাস রেখে চলে যায়। কোন চালক-হেলপারকে খুঁজে না পেয়ে মাইক্রোবাসটিতে তল্লাশি করলে মরদেহটি পাওয়া যায়। ওই ব্যক্তির পরনে আকাশি রংয়ের শার্ট ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ