১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৯

কিশোরগঞ্জে বামদলের হরতালে পুলিশের লাঠিচার্জ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জে বামদলের হরতালে পিকেটারদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এতে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হকসহ ছয়জন আহত হয়েছেন। আহতদেরকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশব্যাপী হরতালের সমর্থনে সিপিবি ও বাসদের নেতাকর্মীরা কিশোরগঞ্জে শহরে মিছিল বের করে।

মিছিলটি শহরের পুরানথানা এলাকায় গেলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় এবং ব্যানার কেড়ে নেয়। পরে মিছিলকারীরা জেলা সিপিবি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। হরতালে শহরের দোকান-পাট বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামদলগুলোর ডাকে সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ১২:২৭ অপরাহ্ণ