১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত করেছে আইসিজে

অনলাইন ডেস্ক:(ঢাকা, ১৮ মে’১৭)

নেদারল্যান্ডের হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বৃহস্পতিবার (১৮ মে) কুলভূষণ যাদব মামলার রায় ঘোষণা করেছে। মামলার রায় ভারতের পক্ষেই গিয়েছে। আন্তর্জাতিক আদালত পাকিস্তানকে কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত করার নির্দেশ প্রদান করেছে। পাশাপাশি ভারতকে যাদবের সাথে দেখা করে সকল প্রকার কূটনৈতিক সুবিধা প্রদানের আদেশ দিয়েছে আদালত।
আন্তর্জাতিক আদালতে এই মামলার রায় ভারতের পক্ষে যাওয়ায় তারা একে কূটনৈতিক ক্ষেত্রে অনেক বড় জয় হিসেবে দেখছে। ৪৭ বছর বয়সী কুলভূষণ যাদব ভারতের নেভির একজন সাবেক কর্মকর্তা। পাকিস্তান দাবি করেছে তাকে ২০১৬ সালের মার্চে দেশটির বালুচিস্তান প্রদেশ থেকে আটক করেছে। পরবর্তীতে দেশটির একটি সামরিক আদালত যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগ মৃত্যুদ্ন্ডাদেশ প্রদান করে।
অপরদিকে ভারত পাকিস্তানের সব অভিযোগ অস্বীকার করে বলেছে, যাদবকে ইরান থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও পাকিস্তানের কাছে ভারতীয় দূতাবাস বেশ কয়েকবার যাদবের সাথে সাক্ষাতের আবেদন করে। তবে পাকিস্তান প্রতিবারই আবেদন প্রত্যাখান করেছে যা ভিয়েনা কনভেশনের লঙ্ঘন। রায়ের পর ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, “কুলভূষণ যাদবকে চূড়ান্ত রায়ের আগে ফাঁসি দেয়া যাবে না। আজ প্রতিটি ভারতীয় নাগরিক কুলভূষণ এবং তার পরিবারের সাথে আছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানাতে চাই। বিশ্বের সবাই জানে পাকিস্তানের এই মৃত্যুদন্ডাদেশ নিরপেক্ষ হয়নি। পাকিস্তান সামরিক বাহিনীর সে মেধা নেই।”
কুলভূষণ যাদব আদৌ দোষী কি না তা খতিয়ে দেখবে আন্তর্জাতিক আদালত। তবে পাকিস্তানকে অবশ্যই নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক আদালতে মামলার চূড়ান্ত রায় হবার আগে কুলভূষণের বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়।সূত্র: এনডিটিভি
দৈনিক দেশজনতা/এমএম

সময়- ২০:১১

প্রকাশ :মে ১৮, ২০১৭ ৮:১১ অপরাহ্ণ