নিজস্ব প্রতিবেদক:(ঢাকা, ১৮ মে’১৭)
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের লুটপাট আর ব্যর্থতার কারণে চালসহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে চালের বাজারে অস্থিরতার জন্য ব্যবসায়ী সিন্ডিকেট আর বিএনপিকে দায়ী করছেন খাদ্যমন্ত্রী।
বিএনপি নেতা বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চালের মূল্যবৃদ্ধির ব্যাপারে অসাধু ব্যবসায়ী, মজুদদার, মিল-মালিকদের দায়ী করেছেন। এবং বিএনপিকেও তিনি দায়ী করেছেন। তিনি বলেছেন, চালের বাজারে দুর্যোগ মুনষ্যসৃষ্ট। যখনই তাঁরা চরমভাবে ব্যর্থ হন, দুর্যোগ সৃষ্টি করেন নিজেদের অনাচারের কারণে, নিজেদের দুর্নীতির কারণে, তখন এটাকে অন্যের ঘাড়ে চাপানোর পুরোনো যে ঐতিহ্য, সেই ঐতিহ্যই তিনি রক্ষা করেছেন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে।’
হাওরে ফসলহানি নিয়ে সরকার মিথ্যা তথ্য দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, দেশে গণতন্ত্র আর সুশাসন না থাকায় গুম, খুন, নারী নির্যাতনসহ নানা সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করে বুলুর মুক্তির দাবি করেন রিজভী।
দৈনিক দেশজনতা/এমএম
সময়- ২০:০০
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

