১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

আজ জাতীয় আয়কর দিবস

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় আয়কর দিবস আজ। ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সারাদেশে জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপনের কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।

রাজধানীর কাকরাইল রাজস্ব ভবন থেকে আয়কর দিবসের শোভাযাত্রা বের হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর উদ্বোধন করবেন। এসময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান উপস্থিত থাকবেন।

র‌্যালিতে রাজস্ব কর্মকর্তারা ছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গণের জাতীয় পর্যায়ের সেলিব্রেটি, আয়কর আইনজীবী, সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন।

এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, সকাল ৭টায় রাজস্ব ভবন থেকে র‌্যালিটি শুরু হবে। কর বিষয়ক সচেতনতা বাড়াতে ওই র‌্যালিতে বিভিন্ন শ্লোগানসম্বলিত প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার, পোস্টার প্রদর্শন করা হবে। বিভাগীয় শহরগুলোতেও র‌্যালির আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ১১:৫৮ পূর্বাহ্ণ