২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

প্রধানমন্ত্রী রূপপুর যাচ্ছেন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুলি­ বসানোর কাজের অর্থাৎ ফাস্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঈশ্বরদীতে গণসংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে। গণসংবর্ধনা প্রদানের জন্য ভূমিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ মঙ্গলবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন।

সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাশিয়ার স্টেট এটমিক এনার্জি কর্পোরেশন, রোসাটামের মহাপরিচালক এলেসি লিখাচেভ এবং উভয় দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।

এই বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটমের মাধ্যমে রাশিয়ার আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও জেএসসি অ্যাটমস্ট্রোক্সপোর্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান মো. মনিরুল আলম ও অ্যাটমস্ট্রোক্সপোর্ট-এর ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির এন সাভুসকিন স্বাক্ষর করেন।

২৬২ একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পের দুই ইউনিটের উৎপাদন ক্ষমতা হচ্ছে ২ হাজার ৪শ’ মেগাওয়াট। ২০১৩ সালের ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীর রূপপুরে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৮:৩৬ অপরাহ্ণ