প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঈশ্বরদীতে গণসংবর্ধনার ব্যাপক প্রস্তুতি চলছে। গণসংবর্ধনা প্রদানের জন্য ভূমিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ মঙ্গলবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন।
এই বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটমের মাধ্যমে রাশিয়ার আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও জেএসসি অ্যাটমস্ট্রোক্সপোর্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান মো. মনিরুল আলম ও অ্যাটমস্ট্রোক্সপোর্ট-এর ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির এন সাভুসকিন স্বাক্ষর করেন।
দৈনিক দেশজনতা /এন আর