নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তবে বিদ্যুতের দাম বাড়ানোয় বামদলগুলোর ডাকা হরতালের কারণে সকালেই আদালতে যাওয়া হচ্ছে না তার। পরিস্থিতি দেখে বেলা ২টার পর হাজিরা দিতে যেতে পারেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, হরতালের কারণে সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পরিস্থিতির ওপর নির্ভর করে বেলা ২টার পর যেতে পারেন খালেদা জিয়া
প্রসঙ্গত, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বামদলগুলো। এরই মধ্যে তাতে সমর্থন জানিয়েছে বিএনপিও।
দৈনিক দেশজনতা /এন আর